Friday, May 17, 2024

নকলা উপজেলা পরিষদ নির্বাচনে এবারও জনপ্রিয়তায় শীর্ষে শাহ্ মো: বোরহান উদ্দিন

 স্টাফ রিপোর্টার:

৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত পহেলা এপ্রিল ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল প্রকাশিত হয়েছে। তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে, সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হয়েছে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিলো ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ হয়েছে ২মে আর ভোট গ্রহণ ২১ মে। 

 এরমধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছে। জনমত গঠন ও পরিচিতি লাভে আশায় আর ভোটারদের মন জয় করতে হাট-বাজার, পাড়া মহল্লায় দৌঁড়ঝাপ ও শেষ মুহুর্তের প্রচারণায় মরিয়া হয়ে উঠেছে প্রার্থীরা। 

২মে প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে নির্বাচনের মূল প্রচার প্রচারণা। বর্তমানের মাঠে জনপ্রিয়তা সৃষ্টি বা বৃদ্ধির লক্ষ্যে প্রার্থীরা নির্বাচনী মাঠে ঘুরে বেড়াচ্ছেন। এবার নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে প্রচারে রয়েছেন মোটরসাইকেল মার্কা প্রতীকে নকলা উপজেলা পরিষদের বর্তমান চেয়রাম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ মো: বোরহান উদ্দিন , আনারস মার্কা প্রতীকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, দোয়াতকলম মার্কা প্রতীকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ, ঘোড়া মার্কা প্রতীকে নকলা উপজেলা পরিষদের টানা দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার এবং কাপপিরিচ মার্কা প্রতীকে জেলা বিএনপির সদস্য মোকছেদুল হক শিবলু।  

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে নকলা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মতাদর্শের একজন চেয়রাম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন লড়াই করছেন মর্মে নির্বাচনী মাঠে প্রচার প্রচারণায় রয়েছে। তবে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী কোনো বিএনপি নেতাকর্মী নির্বাচনে অংশ না নেওয়ার কথা থাকায় এবং নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে সরাসরি নেতাকর্মীরা কাজ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারির কারণে দলীয় নেতাকর্মীরা নির্বাচনী মাঠে একপ্রকার নিষ্ক্রিয়তার ভূমিকায় রয়েছে।   
নির্বাচনে অংশ নেওয়াই ইতিমধ্যে দল থেকে বহিষ্কার হয়েছেন নকলা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া এক চেয়ারম্যান (মোকছেদুল হক শিবলু) প্রার্থীসহ মোট ৪ প্রার্থী।

এদিকে বর্তমান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তা অন্যান্য প্রার্থীর চেয়ে বেশ এগিয়ে রয়েছে। 

জানা যায়, উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পাড়া মহল্লায় শাহ্ মো: বোরহান উদ্দিন এবারও জনপ্রিয়তার শীর্ষে। প্রত্যেক এলাকায় তার নির্বাচনের অংশগ্রহণ নিয়ে চলছে মতবিনিময় সভা,পথসভা ও জনসভা।


এসব সভায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি এবং ধর্ম, বর্ণ,দল,মত নির্বিশেষে জোড়ালোভাবে তাকে সমর্থন জানিয়ে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত করার অভিমত ব্যক্ত করছেন সাধারণ ভোটাররা।  

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে নির্বাচনী মাঠে প্রার্থীদের প্রচারণা দেখা গেছে। তবে সকল প্রার্থীদের মাঝে হাট বাজার, চা স্টলে এখন শুধু শাহ্ মো: বোরহান উদ্দিনের অতীত উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে। সবার মুখে মুখে এখন শুধু শাহ্ মো: বোরহান উদ্দিন এর বিষয়টি আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে। জানা যায়, বর্তমান চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন একজন সৎ, জনবান্ধন, ধার্মিক ও স্বজ্জন ব্যক্তি হওয়ায় তাকে পুনরায় নির্বাচিত করতে চাই উপজেলাবাসী। 

এছাড়াও জানা যায়, শাহ্ মো: বেরহান উদ্দিন এর আগেও তার প্রথম অংশ নেওয়া ৩য় উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রাক্তন সাংসদ কে হারিয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলো। পরবর্তীতেও জনগণ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে তাকেই রায় দেয়। এবারও ৫ শীর্ষ প্রার্থীর মধ্যে আলোচনার শীর্ষে তার নামই শোনা যাচ্ছে। উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সর্বোপরি আওয়ামীলীগ এর সর্বস্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণের কাছে পছন্দের প্রথম তালিকায় তার নামই রয়েছে।

এবিষয়ে নকলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মফিদুল ইসলাম বলেন, শাহ্ মো: বোরহান উদ্দিন নকলা উপজেলার সকলের নয়নের মনি হয়ে উঠেছে। বিগত দিনে ১০ বছর চেয়ারম্যান থাকা অবস্থায় তার কোনো নেতিবাচক দিক আমরা পাইনি। সুতরাং বরাবরের ন্যায় এইবারও সে বিপুল ভোটে নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। 

নকলা উপজেলা ছাত্রলীগের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মুহাম্মদ মনির হোসেন বলেন, আমি নকলার প্রতিটি গ্রামে ঘুরে দেখেছি।  প্রত্যেক এলাকায় বোরহান উদ্দিনের ব্যাপক ভোট রয়েছে। বোরহান ভাই একজন আদর্শ মানুষের আদর্শ সন্তান হওয়ায় আমিও তাকে সমর্থন দিচ্ছি এবং তার জন্য সর্বমহলে ভোট প্রার্থনা করছি।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রিপন বলেন, শাহ্ মো বোরহান উদ্দিন একজন আদর্শ শিক্ষকের ছেলে। তার মত ভালো মনের প্রার্থী উপজেলায় নেয়। আমরা এবার তার পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামিলীগ সমর্থক নেতা কৃষিবিদ মিজানুর রহমান বলেন, সারা বাংলাদেশে একমাত্র নিরহংকারী চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন, যিনি ১০ বছর চেয়ারম্যান থেকেও একটি বাড়ি পর্যন্ত করতে পারেনি। সবকিছু জনসেবায় বিলিয়ে দেওয়াই তার পারিবারিক আদর্শিক গুণ। তার তুলনা হয়না। তাই নিসন্দেহে আমি আশাবাদী,  ইনশাআল্লাহ এবারও বিপুল ভোটে নির্বাচিত হবেন শাহ্ মো: বোরহান উদ্দিন। 

জাতীয় শ্রমীক লীগ এর সভাপতি খন্দকার রবিউল আলম মানিক বলেন, শাহ্ মো: বেরহান উদ্দিন আমার দেখা মানবিক একজন মানুষ। তার বাবা শাহ্ মো: মোজাম্মেল হক ছিলেন নকলার সর্বস্তরের শ্রদ্ধাভাজন ব্যক্তি। মোজাম্মেল হক স্যারের আদর্শ বুকে ধারণ করে বোরহান দীর্ঘদিন ধরে নকলার খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়ে আসছে। চেয়ারম্যান পদে তার বিকল্প অন্তত নকলায় আর কেও নেয়।


উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৌরভ শাহরিয়া বলেন, শাহ্ মো: বোরহান উদ্দিন সাদা মনের একজন মানুষ। উনার সাথে আমি প্রথম নির্বাচন থেকেই পাশে থেকে সার্বিক দিক দিয়ে সহযোগিতা ও তার পক্ষে ভোট চেয়েছি। নকলার জনগণ তাকে দুইবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন।এবারও নির্বাচিত করবেন বলে শতভাগ আশা করছি।


বোরহানের প্রতীদ্বন্ধী প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন বাকী ৪ প্রার্থীরাও। তবে দুইবারের নির্বাচিত চেয়ারম্যান হওয়ায় বাকীদের তুলনায় পরিচিতি ও আন্তরিকতায় উপজেলাবাসীর মধ্যমনি হয়ে উঠেছেন শাহ্ মো: বেরহান উদ্দিন। 

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী শাহ্ মো: বোরহান উদ্দিন বলেন, আমি নকলার জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দুইবার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। আমি চেয়ারম্যান হওয়ার পর নকলা থেকে সন্ত্রাস ও চাঁদাবাজ বিতাড়িত করেছি। নকলার চারদিকে উন্নয়নের ছোঁয়ায় ভূমিকা রেখেছি। ইতিমধ্যে নকলাকে বাল্যবিবাহ মুক্ত, ভিক্ষুকমুক্ত এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে আমার আরও কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে।  তন্মধ্যে নকলাকে মাদকমুক্ত ঘোষণা করা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছে ও প্রত্যাশা পূরণ করে নকলাকে দারিদ্রমুক্ত, ডিজিটাল ও স্মার্ট নকলা বিনির্মান এবং নকলাকে মাদকমুক্ত ঘোষণা করতে পারলেই আমার চেয়ারম্যান হওয়া স্বার্থকতা পাবে। তাই আবারও নকলার সর্বস্তরের ভোটারের দোয়া,  সমর্থন ও ভালোবাসা কামনা করছি।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৫ জন। নির্বাচন কমিশন (রিটানিং অফিস) কর্তৃক প্রকাশিত প্রদত্ত তালিকা অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু (টিয়া পাখি), উপজেলা ছাত্র লীগের আহবায়ক আবু হামযা কনক (চশমা), ৭নং টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আকন্দ (তালা), যুবদলের নেতা মো. মামুন হোসেন (উড়োজাহাজ) ও বিএনপি নেতা মো. রেজাউল করিম (টিউবওয়েল)  ।

নির্বাচন কমিশন (রিটানিং অফিস) কর্তৃক প্রকাশিত প্রদত্ত তালিকা অনুযায়ী মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- ৪নং গৌড়দ্বার ইউপির চেয়ারম্যানের স্ত্রী আলেয়া পারভিন (ফুটবল), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. কহিনুর বেগম (কলস), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন (হাঁস) ও গতবারের পরাজিত প্রার্থী লাকী আক্তার (প্রজাপ্রতি)।

তথ্য মতে, এই নির্বাচনে উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন। এতে পুরুষ ভোটার ৮৮ হাজার ৩৭৬ জন এবং নারী ভোটার ৯১ হাজার ২৩০ জন। এরমধ্যে হিন্দু ভোটার ৩ হাজার ৪৬৪ জন, খ্রিস্টান ভোটার ১৩ জন ও বৌদ্ধ ভোটার রয়েছেন ২ জন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের স্বার্থে মোট ৭৯ টি ভোট কেন্দ্র ও ৪৬৪ টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আগামী ২১ মে (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালট পেপারের মাধ্যমে নকলা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: