Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Friday, July 11, 2025

নকলায় জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

নকলায় জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত


আব্দুল্লাহ আল-আমিন,
নকলা (শেরপুর) :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে শেরপুরের নকলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-০২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় অন্তত ১ হাজার মোটরসাইকেল আরোহী।

জেলা জামায়াতের সূরা সদস্য ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ারের সভাপতিত্বে শোভাযাত্রা পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি বলেন দেশে শান্তি প্রতিষ্ঠা ও ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই।
উপজেলা জামাতের সেক্রেটারী মো. শরিফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর মজলিসে শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ ফারদিন হাসান হাসিব।

এসময় উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মুফতী খাদেমুল ইসলাম, উলামা বিভাগের সভাপতি ও পৌর জামাত সভাপতি মাওলানা শাহ আলম শাহজাহান, পেশাজীবি সংগঠনের সভাপতি মাওলানা হযরত আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরুজ, যুব বিভাগের সভাপতি আতিক আলম,মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিতসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ ও হাজারো কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সজাগ রেখে দুর্নীতি মুক্ত আদর্শ রাষ্ট্র গঠন করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-০২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে আহ্বান জানান।

Thursday, November 7, 2024

নকলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত

নকলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত



রকিব হাসান রবিন:

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্য চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সাবোভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহি-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এরই ধারাবাহিকতায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে থাকা তৎকালীন সেনা কর্মকর্তারা দিনটিকে স্মরণে রাখতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষনা করে। তাই বিএনপি-জামায়াত সহ বিভিন্ন দল নানা কর্মসূচীর মাধ্যমে দিনটিকে স্মরণ করে আসছে প্রতিবছর।
এরই ধারাবাহিকতায় নকলা উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দিনব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটিকে স্মরণ করেছে।
 উপজেলার দুই কৃতি সন্তান ইঞ্জিনিয়ার ফাহিম চেীধুরী এবং শিল্পপতি ওমর ফারুক হাজার হাজার নেতাকর্মী নিয়ে র‌্যালি বের করে নকলা উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিন করে নিজ নিজ কার্যালয়ে বক্তব্য ও আলোচনা সভায় মিলিত হয়ে সমর্থন প্রত্যাশা সহ গরীব অসহায় মানুষের পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করে সুস্থ্যধারার রাজনীতিতে নিজেকে আত্ব নিয়োগ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, স্বৈরাচার সরকার স্বৈরাচারী কায়দায় দেশকে অশুভ শক্তিতে পরিণত করে সারাজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু ২৪ এর অভ্যুত্থান স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আশা করি। এই দেশে আর যেন কোন স্বৈরাচারের জন্ম না হয়।


শিল্পপতি ওমর ফারুক তার বক্তব্যে বলেন, আমরা এখনো স্বৈরাচার মুক্ত হতে পারিনি,জেলা ও উপজেলার বিভিন্ন সেক্টরে স্বৈরাচারেরা তাদের অবস্থানকে শক্তিশালী করার পায়তারা করছে। পুণরায় স্বৈরাচারেরা কোন অশুভ শক্তি দ্বারা দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের কোন ক্ষতি করার চেষ্টা করে তাহলে সবাই একত্রিত হয়ে শক্ত হাতে দমন করা হবে।

এদিকে শিল্পপতি ইলিয়াস খানের প্রতিনিধি হিসেবে নকলা শহর বিএনপির যুগ্ন আহবায়ক জহির রায়হান মুক্তির নেতৃত্বে র‍্যলি বের হয়ে শহর পদক্ষীণ হয়েছে।

Sunday, August 22, 2021

বরিশালের ঘটনা সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ: বিএনপি

বরিশালের ঘটনা সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ: বিএনপি

 বরিশালের সাম্প্রতিক ঘটনা ‘অনির্বাচিত’ সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সভায় এ মন্তব্য করা হয়। গতকাল শনিবার বিকেলে এই ভার্চ্যুয়াল বৈঠক হয়। আজ রোববার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই বৈঠকের বিবরণী পাঠানো হয়।

১৮ আগস্ট রাতে বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কে উপজেলা পরিষদ কম্পাউন্ডে শোক দিবসের ব্যানার অপসারণকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে রাতভর সংঘর্ষ হয়। এ সময় ইউএনওর সরকারি বাসভবনেও হামলার অভিযোগ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান, অন্যটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল। ইউএনওর মামলায় সিটি মেয়রকে প্রধান আসামি করা হয়।





আবার ইউএনও মুনিবুর রহমান, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ও এসআই শাহজালাল মল্লিকের নামে পৃথক দুটি মামলার আবেদন করা হয়েছে রোববার।

বিএনপির স্থায়ী কমিটির সভায় বরিশাল সিটি করপোরেশনের মেয়রের বিরুদ্ধে ইউএনওর বাসভবনে হামলা, ভাঙচুর ও ময়লা ফেলে শহরের রাস্তা অবরোধের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মেয়রকে গ্রেপ্তারের দাবি এবং ‘বরিশালের মেয়রের অত্যাচারে বরিশালবাসী অত্যন্ত অতিষ্ঠ’ উল্লেখ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সভায় বলা হয়, এ ঘটনার মধ্য দিয়ে এই অনির্বাচিত সরকারের অভ্যন্তরের দ্বন্দ্ব পরিষ্কার হয়েছে। প্রমাণিত হয়েছে যে সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

বিএনপির সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আসিফ নজরুলের ফেসবুকের মতামত প্রকাশের জন্য ‘বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যকলাপের’ বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়। বলা হয়, এ ধরনের হুমকি প্রকৃতপক্ষে রাষ্ট্রের বিরুদ্ধে হুমকিস্বরূপ। সভায় সবার মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরুদ্ধে জনমত গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ধরনের দমনমূলক কাজ বন্ধ করার জন্য জোর দাবি জানানো হয়।

করোনার টিকা নিয়ে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়। এ নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রীর বিভ্রান্তিমূলক বক্তব্য ও বিবৃতিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়।

স্থায়ী কমিটির সভায় বলা হয়, নিবন্ধন করেও মাসের পর মাস অনিশ্চয়তায় কাটাচ্ছেন মানুষ। অন্যদিকে বেসরকারি ক্লিনিকে টাকার বিনিময়ে টিকা বিক্রয়ের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় জনগণের মধ্যে চরম বিভ্রান্তি ও হতাশার সৃষ্টি হয়েছে। চরম অব্যবস্থাপনা, টিকা প্রদানের অনিশ্চয়তা ও দুর্নীতি পরিস্থিতিকে আশঙ্কাজনকভাবে জটিল করে ফেলেছে।

সভায় হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ।