আব্দুল্লাহ আল-আমিন,
নকলা (শেরপুর) :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে শেরপুরের নকলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-০২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় অন্তত ১ হাজার মোটরসাইকেল আরোহী।
জেলা জামায়াতের সূরা সদস্য ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ারের সভাপতিত্বে শোভাযাত্রা পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি বলেন দেশে শান্তি প্রতিষ্ঠা ও ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই।
উপজেলা জামাতের সেক্রেটারী মো. শরিফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর মজলিসে শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ ফারদিন হাসান হাসিব।
এসময় উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মুফতী খাদেমুল ইসলাম, উলামা বিভাগের সভাপতি ও পৌর জামাত সভাপতি মাওলানা শাহ আলম শাহজাহান, পেশাজীবি সংগঠনের সভাপতি মাওলানা হযরত আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরুজ, যুব বিভাগের সভাপতি আতিক আলম,মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিতসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ ও হাজারো কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সজাগ রেখে দুর্নীতি মুক্ত আদর্শ রাষ্ট্র গঠন করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-০২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে আহ্বান জানান।
0 coment rios: