Thursday, December 9, 2021

নকলায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাদের সংবর্ধনা

 


রাইসুল ইসলাম রিফাত  : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে 'জয়িতা অন্বেষন বাংলাদেশ' শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা উম্মে কুলসুম রেনু, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাজমুল হুদা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহাম্মেদ ও জয়িতা রোকসানা ইয়াসমীন প্রমুখ। স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীন। 



এসময় বিভিন্ন দপ্তর প্রধানসহ শতাধিক নারী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আলোচনা শেষে ৫টি ক্যাটাগরিতে ৫জন জয়িতাকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: