Thursday, December 9, 2021

নকলা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

 



নকলা,(শেরপুর) থেকে আব্দুল্লাহ আল-আমিনঃ-


শেরপুরের নকলায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি নকলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের

সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নকলা উপজেলা শাখার সভাপতি খুরশেদ করিম শ্যামলের

সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মোঃ নূরুল ইসলাম হিরো, প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলার শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন,পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, লকলা থানার ওসি মুশফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।



উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে মরণপণ যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের পরাজিত করে ১১নং সেক্টরের নকলা অঞ্চলকে হানাদারমুক্ত করে বিজয়ের পতাকা উড়ায়।


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: