Showing posts with label অর্থনীতি. Show all posts
Showing posts with label অর্থনীতি. Show all posts

Monday, August 23, 2021

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলেও দেশে বাড়ল

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলেও দেশে বাড়ল

 


আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলেও দেশের বাজারে ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির নেতারা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে দাঁড়াচ্ছে ৭৩ হাজার ৪৮৩ টাকায়। সোনার এই নতুন দর আজ রোববার সকাল থেকে সারা দেশে কার্যকর করেছে জুয়েলার্স সমিতি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায়। সেখানে দাম বাড়ানোর পক্ষে সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা যুক্তি দিয়েছেন, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট বন্ধ থাকার পাশাপাশি আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা ও নানা ধরনের দাপ্তরিক জটিলতায় ডিলার লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলো সোনার বার আমদানি করতে পারছে না। তা ছাড়া চাহিদার বিপরীতে জোগান কম থাকায় দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে।

জুয়েলার্স সমিতি সোনার দাম বাড়ানোর বিষয়ে নানা যুক্তি দেখালেও আন্তর্জাতিক বাজারে গত দুই মাসে কিছুটা উত্থান–পতন থাকলেও শেষ পর্যন্ত দর মোটামুটি স্থিতিশীল। সর্বশেষ গত ২০ জুন সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা হ্রাস করেছিল জুয়েলার্স সমিতি। ওই দিন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৭৮৩ মার্কিন ডলার। গত বৃহস্পতিবার সেই দাম কমে দাঁড়ায় ১ হাজার ৭৮১ ডলার। তার মানে প্রতি আউন্সের দাম দুই ডলার কমেছে।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলেও দেশে কেন বাড়ল, সে বিষয়ে জানতে চাইলে দিলীপ কুমার আগরওয়ালা আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘দেশের বুলিয়ন বাজারে খাঁটি সোনার দাম বেড়ে গেছে। গতকাল ৬৪ হাজার ২০০ টাকা ভরিতে খাঁটি সোনা বিক্রি হয়েছে। সেই হিসাবে আমাদের ভরিতে ২ হাজার ৫৩৩ টাকা বাড়ানোর দরকার ছিল। তবে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে একেবারে এত দাম বাড়ানো হয়নি।’

করোনার কারণে দেড় বছর ধরে দেশ–বিদেশের সোনার বাজারে অস্থিরতা চলছে। গত বছর ৬ আগস্ট দেশে সোনার দাম ৭৭ হাজার ২১৬ টাকা ভরি হয়েছিল। সেটিই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। ওই সময় সোনার অলংকার বিক্রির প্রবণতাও বেড়েছিল।

কয়েকজন জুয়েলার্স ব্যবসায়ী বলেন, করোনার সংক্রমণ রোধে ১০ আগস্ট পর্যন্ত টানা ১৯ দিন বিধিনিষেধ ছিল। আকাশপথে যাত্রী পরিবহন সীমিত ছিল। দোকানপাটও বন্ধ ছিল। ফলে বিদেশ থেকে ব্যাগজ রুলসের আওতায় সোনার বার আমদানি কিংবা পুরোনো অলংকার বিক্রি দুটিই কমে গিয়েছিল। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। ফলে এখনই সোনার দাম না বাড়িয়ে কয়েক দিন বাজার পর্যবেক্ষণ করা যেত। অবশ্য দাম বাড়ার কারণে ক্রেতারাও পুরোনো অলংকার বিক্রিতে আগের চেয়ে বেশি অর্থ পাবেন বলে মন্তব্য করেন তাঁরা।

আজ থেকে নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৩ হাজার ৪৮৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৫৮৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫১ হাজার ২৬৩ টাকায়।

গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকায়। আজ থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বেড়েছে।


শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৬৫ কোটি ডলার বিনিয়োগ করছে ডিবিএল

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৬৫ কোটি ডলার বিনিয়োগ করছে ডিবিএল

 মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৬৫ কোটি ডলার বিনিয়োগ করবে ডিবিএল গ্রুপ, যা দেশীয় মুদ্রায় ৫ হাজার ৫২৫ কোটি টাকার সমান। ইন্ডাস্ট্রিয়াল পার্কে তারা বস্ত্র ও সিরামিক খাতের মোট ১০টি শিল্পকারখানা প্রতিষ্ঠা করবে। এতে ছয় হাজার মানুষের কর্মসংস্থান হবে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে রোববার এক অনুষ্ঠানে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, উপব্যবস্থাপনা পরিচালক এম এ কাদের।

অনুষ্ঠানে এম এ জব্বার বলেন, ‘ডিবিএল গ্রুপ প্রথাগত ব্যবসার জগতে থেমে না থেকে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও অটোমেটেড প্ল্যাটফর্মে বিনিয়োগ করেছে। শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমাদের এই যাত্রায় আরও ভূমিকা রাখবে।’

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শেরপুরের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের জন্য সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৩৫৩ একর জমি অধিগ্রহণ করেছে সরকার। এর মধ্যে সরকারি জমি আছে ১১৩ একর আর বাকি ২৪০ একর জমি বেসরকারি পর্যায় থেকে এরই মধ্যে অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। ১৬৭ দশমিক ৬ একর জমিতে গড়ে উঠবে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক।

ডিবিএল গ্রুপের একজন কর্মকর্তা জানান, ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগামী মাসে একটি টেক্সটাইল মিলের নির্মাণকাজ শুরু হবে।

করোনাকালে অনেক প্রতিষ্ঠান যেখানে টিকে থাকতে সংগ্রাম করছে, সেখানে নতুন বিনিয়োগের পথে হাঁটছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী দুলাল ব্রাদার্স লিমিটেড বা ডিবিএল। মহামারির এই সময়ে বস্ত্র ও সিরামিক খাতে তারা নতুন করে বিনিয়োগ করেছে ৯১২ কোটি টাকা। এতে ২ হাজার ১৭৫ মানুষের কর্মসংস্থান হবে।

১৯৯১ সালে ঢাকার ১০২ গ্রিন রোডে ছোট কারখানা দিয়ে যাত্রা শুরু করে ডিবিএল গ্রুপ। পোশাক দিয়ে শুরু হলেও গত ২৯ বছরের ব্যবসায় সিরামিক টাইলস, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ ও ড্রেজিং ব্যবসায় নাম লিখিয়েছে তারা। ওষুধ ব্যবসায়ও আছে প্রতিষ্ঠানটি।ডিবিএলের প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় দুই ডজন। এসব প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় ৪০ হাজার কর্মী। ২০১৯-২০ অর্থবছরে গ্রুপের বার্ষিক লেনদেন ছিল প্রায় ৬৫ কোটি মার্কিন ডলার। এর মধ্যে তৈরি পোশাক ব্যবসা থেকেই এসেছে ৯০ শতাংশ।

মুক্তিযুদ্ধে শহীদ আবদুল কুদ্দুস দুলালের নামেই প্রতিষ্ঠান শুরু করেন তাঁর ছোট চার ভাই আবদুল ওয়াহেদ, এম এ জব্বার, এম এ রহিম ও এম এ কাদের। তাঁরা যথাক্রমে ডিবিএল গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ভাইস চেয়ারম্যান ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)।