Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Wednesday, May 8, 2024

লন্ডনে ওপেন এয়ার কনসার্টে গাইবেন জেমস

লন্ডনে ওপেন এয়ার কনসার্টে গাইবেন জেমস


লন্ডনে ওপেন এয়ার কনসার্টে গাইবেন জেমস

জেমস: ছবি: সংগৃহীত


দীর্য ১০ বছর পর গত ডিসেম্বরে যুক্তরাজ্যে কনসার্ট করেছিলেন নগর বাউল জেমস। ৭ ডিসেম্বর গান গেয়েছেন লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে এবং ১০ ডিসেম্বর বার্মিংহামের একটি কনসার্টে। দেশে ফেরার চার মাস পেরোতেই আবার লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস। পারফর্ম করবেন বাংলাদেশ ফেস্টিভ্যালে। 

আগামী ২৬ ও ২৭ মে লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে নেক্সট স্টেজ ইভেন্ট। খবরটি নিশ্চিত করেছেন জেমস ও তাঁর ব্যান্ড নগর বাউলের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

 তিনি জানান, ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ লন্ডনে বসবাসরত বাঙালিদের অন্যতম মিলনমেলা। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই প্রতিবছর এআয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও থাকছে যাত্রাপালা, বাউল গানসহ বাঙালি শিল্পীদের নানা ধরনের পরিবেশনা। 

আয়োজকরা জানান, শুধু প্রবাসী বাঙালি নয়, ভিন্ন জাতি-গোষ্ঠীর লোকজন এউৎসবে অংশ নেন। পরিচিত হন বাংলা সংস্কৃতির সঙ্গে। এবার তাদের মধ্যে বাংলাদেশের রকস্টার জেমসের উপস্থিতি উৎসবকে আরও বর্ণিল করে তুলবে বলেআশা প্রকাশ করেন আয়োজকরা।

Monday, August 23, 2021

কবে আসছে জেমস বন্ড

কবে আসছে জেমস বন্ড

 জেমস বন্ড সিরিজের নতুন ছবি ‘নো টাইম টু ডাই’ মুক্তির কথা ছিল ২০২০ সালের এপ্রিল মাসে। কিন্তু মার্চেই শুরু হয়ে যায় করোনা। তারপর ছবি মুক্তি প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। এরপরও বেশ কয়েকবার ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন প্রযোজকেরা। চারবারের চেষ্টায় অবশেষে মুক্তির আরও একটি তারিখ পেল ‘নো টাইম টু ডাই’।


‘নো টাইম টু ডাই’ মুক্তির নতুন তারিখ ৮ অক্টোবর। তার আগে ২৮ সেপ্টেম্বর ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে লন্ডনের রয়্যাল আলবার্ট হলে। সম্প্রতি জিরো জিরো সেভেন–এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে ছবিটি মুক্তির তারিখ পরিবর্তনের কথা জানানো হয়েছে। প্রিমিয়ারটি মূলত ৩০ সেপ্টেম্বর করার কথা ছিল, সেটাই দুই দিন এগিয়ে আনা হয়েছে। সিনেমাটি ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আনুমানিক প্রায় তিন শ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ‘নো টাইম টু ডাই’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতীক্ষিত ছবি। ব্রিটিশ সিক্রেট এজেন্ট হিসেবে ড্যানিয়েল ক্রেইগের শেষ ছবি হতে যাচ্ছে এটি। ইতিমধ্যে নতুন জেমস বন্ড হিসেবে কাকে দেখা যাবে, তা নিয়ে নানা রকম হিসাব কষতে শুরু করে দিয়েছে ভক্তরা। তবে কোভিডের কারণে দর্শকেরা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে পারবেন কি না, এ নিয়েও উদ্বিগ্ন সংশ্লিষ্টরাদ্য ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে পরের বন্ড হচ্ছেন একজন কৃষ্ণাঙ্গ সুন্দরী। ক্রেগের জায়গায় দেখা দেবেন তিনি, লাশানা লিঞ্চ। ‘বন্ড ২৫’ ছবিতেই বন্ডের কোড ০০৭ হস্তান্তরিত হয়ে যাবে নতুন বন্ড লাশানার কাছে। যদিও এ বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।