চির নিদ্রায় শায়িত হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান
স্টাফ রিপোর্টারঃ
চির নিদ্রায় শায়িত হলেন শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান (৭১)।
করোনা আক্রান্ত হয়ে গত ১৮ আগস্ট তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ ২৩ আগস্ট বিকেল ৫ টা ২০ মিনিটে মৃত্যু বরন করেন। ২৪ আগস্ট সকালে রাষ্ট্রীয় মর্যাদায় নকলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানে নেতৃত্বে সম্মান প্রদর্শন করা হয় ।
তিনি ২০১৫ সালের এপ্রিলে নকলা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হয়ে অদ্যাবধি দ্বায়িত্বে ছিলেন ।
বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নকলা থানা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নির্বাচিত হয়ে মহান মুক্তিযুদ্ধে সময় তিনি ১১নং সেক্টরে অধীনে মুক্তিযোদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭২ সালে নকলা থানা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। এরপর ১৯৭৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সভাপতি নির্বাচিত হন।
তিনি ১৯৮৪ সালে নকলা হাজী জালমামুদ কলেজে দর্শন বিভাগের অধ্যাপক পদ থেকে ২০০৯ সালে অবসর গ্রহণ করেন । বিবাহিত জীবনে তিনি নিঃসন্তান ছিলেন।
তার মৃত্যুতে নকলা নালিতাবাড়ী আসনের এম পি ও কৃষি মন্ত্রনালয়ের সভাপতি বেগম মতিয়া চৌধুরীর ও নকলা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।


0 coment rios:
New comments are not allowed.