Wednesday, October 6, 2021

নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক হিসাবে নিয়োগ পেলেন নকলা উপজেলার জোবায়ের হোসেন!!

 

নকলা (শেরপুর) প্রতিনিধি, 


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত)  শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন  শেরপুরের কৃতি সন্তান প্রকৌশলী জুবায়ের হোসেন। 

তিনি শেরপুর জেলার নকলা উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা গ্রামের মরহুম আব্দুল হাকিমের সন্তান।

প্রকৌশলী জুবায়ের হোসেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে  বি.এস.সি ডিগ্রী লাভ করেন।

বর্তমানে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

গত ৫.০৯.২০২১ ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপন মারফত তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত)  শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, আমি আমার পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবো ইনশাআল্লাহ।

প্রকৌশলী জোবায়ের হোসেনের এ নিয়োগে শেরপুর জেলা সহ নকলা উপজেলাবাসী আনন্দিত।


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: