রাইসুল ইসলাম রিফাতঃ শেরপুরের নকলা উপজেলার ১ নং গণপদ্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শামসুর রহমান আবুল নৌকা প্রতীক নিয়ে মোট ৬৮১১ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমির হামজা মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৫৫৬৯ ভোট।
২নং নকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবু বকর সিদ্দিক ফারুক(স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকে আনিসুর রহমান সোজা পেয়েছেন ৪০৫৬ ভোট।
৩নং উরফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহাম্মদ নুরে আলম তালুকদার ভুট্টো (চশমা) প্রতীকে ৬২১২ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল হক হীরা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৮২ ভোট।
৪ নং গৌড়দ্বার ইউনিয় পরিষদ নির্বাচনে শওকত হোসেন খান মুকুল নৌকা প্রতীক নিয়ে ২৫২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৯৫ ভোট ।
৫নং বানেশর্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত (স্বতন্ত্র )আনারস প্রতীক নিয়ে ৪৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খন্দকার জাকির হোসেন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬১০ ভোট।
৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুস সালাম নৌকা প্রতিক নিয়ে ৬১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র মোবারক হোসেন আনারস প্রতীক নিয়ে ২৭৯৯ ভোট পেয়েছেন।
৭নং টালকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোজাফফর মহিউদ্দিন বুলবুল (স্বতন্ত্র ) ঘোড়া প্রতীক নিয়ে ৫৪৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে মোঃ সায়েদুল পেয়েছেন ১৭৩৪ ভোট।
৮নং চর অষ্টধর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানি নৌকা প্রতীক নিয়ে ৭৮৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) শাহজাহান আনারস প্রতীক নিয়ে ৪৮২৪ ভোট পেয়েছেন।
৯ নং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামরুজ্জামান গেন্দু (স্বতন্ত্র )আনারস প্রতীক নিয়ে ৭৮৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজু সাঈদ সিদ্দিকী নৌকা প্রতীক নিয়ে ৬৪২৭ ভোট পেয়েছেন।
0 coment rios: