Saturday, November 6, 2021

যথাযোগ্য মর্যাদায় নকলায় ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

 


রাইসুল ইসলাম রিফাত ( নকলা প্রতিনিধি):

শনিবার (৬ নভেম্বর) ৫০তম জাতীয় সমবায় দিবস।এবারের প্রতিপাদ্য বিষয়ঃ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন।

সমবায় দিবস  উপলক্ষে সকাল ১১ ঘটিকায় নকলা উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে সমবায়ের ব্যানার সামনে নিয়ে র‌্যালী আরম্ভ হয়ে উপজেলা পরিষদ চত্বর  প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।

বেলা ১১.৩০ মিনিটে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মোঃ বাহাউদ্দীন।এরপর  সাবেক সমবায় কর্মকর্তা এমদাদুল হক এর মৃত্যুতে তাঁর স্বরণে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত করেন মুফতি আব্দুল জলিল কাসেমী।

সমবায়ী সাদ্দাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন। এছাড়াও উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার।

সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্বনির্ভর সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি আলহাজ্ব হানিফ উদ্দিন, বড় মোজার সার্বিক সমবায় সমিতির সভাপতি কবি মোঃ আঃ হালিম, কৃষক লীগের যুগ্ম আহবায়ক আঃ মন্নাফ খান প্রমুখ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মোছাঃ আম্বিয়া খাতুন, কৃষি অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ রাজ্জাক,সাংবাদিক মোশারফ হোসাইন সরকার বাবু, খন্দকার জসিম উদ্দিন মিন্টু,  জাহাঙ্গীর হোসেন আহমেদ, শফিউজ্জামান রানা, মোঃ নুর হোসেন, আব্দুল্লাহ্ আল-আমিন,  নাহিদুল ইসলাম রিজন,  রাইসুল ইসলাম রিফাত, শাহজাদা স্বপন, মোফাজ্জল হোসেন  সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি / সম্পাদক ও বিভিন্ন সদস্য।

আলোচনা সভা শেষে সমবায়ী মহিলাদের মাঝে ৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: