Friday, December 3, 2021

নকলার অন্যতম ব্যস্ত সড়ক অটো, রিক্সা, সাইকেল পার্কিংয়ের দখলে, নেই কোনো ব্যবস্থা

 


রাইসুল ইসলাম রিফাতঃ শেরপুরের নকলা উপজেলার অন্যতম ব্যাস্ত রাস্তা নকলা পৌর শহরের উত্তর বাজার বাস স্ট্যান্ড থেকে হলচত্বর পোস্ট অফিস সম্মুখ বাস্টপ পর্যন্ত। এই রাস্তা কে কেন্দ্র করেই উপজেলার বাকিসব ইউনিয়ন এর যাতায়াত। অথচ এই রাস্তাটুকুর মাঝেই যানজট লেগে থাকে সার্বক্ষণিক। ট্রাফিক পুলিশ বা কর্তৃপক্ষ দায়িত্বরত থাকলেও উদাসীন। 


প্রতিদিনের ন্যায় আজ ৩ ডিসেম্বর,  সন্ধ্যার পর মুহুর্তে দেখা মেলে অসচেতনতা ও বেখায়ালী পার্কিং এর দৃশ্য। 

রাস্তার প্রায় দুই তৃতীয়াংশ জুড়েই এরকম বেখায়লী পার্কিং চোখে পড়ে৷ অথচ এটা নিত্যদিন এর ঘটনা। ফলাফল স্বরূপ তীব্র যানজট ও উচ্চ হর্ণের ভোগান্তি ভোগতে হয় পথচারী, ঢাকাগামী যাত্রী ও এলাকাবাসীর। 


এ বিষয়ে স্থানীয় দোকানদার ও এলাকাবাসীর সাথে কথা হলে জানান, এটা আজ প্রথম নয়, প্রতিদিনই এরকম থাকে। এই অবস্থা দেখতে দেখতে আমরা অভ্যস্ত।  যখন এমপি,মন্ত্রী, এসপি বা উর্ধ্বতন কর্মকর্তা রা এই রাস্তা পাড়ি দেয় তখনই শুধু যানজট মুক্ত হয় এই রাস্তা। নয়তো এরকম অসচেতন পার্কিং লেগেই থাকে।



তবে উত্তর বাজার এ নিউ মার্কেট সম্মুখে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশের দেখা মেল্লেও যানজট নিরাস খুব কম সময়ই হয়।


রাস্তার পাশে পর্যাপ্ত জায়গা খালি থাকলেও মানুষ রাস্তার মধ্যে পার্কিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।যা অনৈতিক। মানুষের  একটু সচেতনতা আর দায়িত্বশীলদের ভূমিকাই পারে সুন্দর একটা দৃশ্য উপহার দিতে।  নকলা শহরকে উচ্চহর্ণ মুক্ত করতে, নিরিবিলি পরিবেশে জীবনযাপন করতে এই বেখায়ালী পার্কিং, উচ্চ হর্ণ,  অযথা যানজট নিরাসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী সহ সকল পথচারী।


ছবিগুলো নকলা হলচত্বর মোড় থেকে তোলা।


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: