মোফাজ্জলঃ নকলা পৌর শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনে সোমবার বেলা ১২ ঘটিকায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষে নারী শিক্ষার্থীদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ফকির মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচক ছিলেন শেরপুর জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলের(ওসিসি) প্রোগ্রাম অফিসার অমিত শাহরিয়ার বাপ্পী, উপজেলা মাধ্যমিক অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নুসরাত জাহান খানম প্রমুখ।
উক্ত উঠান বৈঠকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তথ্যের অবাধ প্রবাহে জাতীয় জরুরি কল সেন্টার ব্যবহার করে কিভাবে বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং প্রভূতি সামাজিক ব্যধিগুলো নির্মুল করা যায় এ বিষয়ে নারী শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক আলোচনা করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, নারী ক্ষমতায়নের মূল প্রভাবক হল উচ্চশিক্ষা গ্রহণ।এই উচ্চশিক্ষা গ্রহনের প্রধান অন্তরায় হল বাল্যবিবাহ। তাই নারী ক্ষমতায়নের জন্য তোমার বাল্য বিবাহ তোমাকেই রুখতে হবে। আর এজন্য সাহায্য নিবে জাতীয় জরুরী নাম্বরের।
এছাড়া উক্ত বৈঠকে মুক্তিযুদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের সকল শিক্ষকমণ্ডলী, কর্মচারীবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 coment rios: