Sunday, February 20, 2022

ফাগুনের নৃশংসতা

 ফাগুনের নৃশংসতা 

রাকিবুল ইসলাম রনি


ফাগুনের অষ্টমী- কেনাবেচার দিন

রক্ত দিয়ে কিনলাম বাংলা কে সেদিন 

রাজপথ ভরা ছাত্র জনতা - সবাই একত্রিত সমঝোতা 

করবে নাহ উর্দূকে গ্রহণ

দিতে হবে বাংলার অনুমোদন 

ভুলে গিয়ে ধর্মের ভেদাভেদ - ছাত্ররা করলো প্রতিবাদ।

প্রতিবাদে প্রতিবাদি পূর্ব পাকিস্তান 

ছাত্রদের হাত থেকে আলী জিন্নাহ পেলো নাহ নিস্তার 

জারি হলো একশত চুয়াল্লিশ ধারা

পথঘাট সব পুলিশ প্রশাসণে ভরা

বুলেটে বিদ্ধস্ত তরুণদের রঙিন  শার্ট

রক্তে রঞ্জিত পথঘাট আর সবুজ মাঠ

ভাই হারা বোন- ছেলে হারা মা

ক্ষতবিক্ষত শরীরে শুধু বন্দুকের ই ঘাঁ


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: