স্টাফ রিপোর্টারঃ
" দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ "এই শ্লোগানকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বেকার যুবক যুবতীদের মাঝে মৎস চাষ ও গরু মোটা তাজা করণ প্রশিক্ষণের শুভ উদ্বোধন ও যুবকদের মাঝে চেক সহ সনদ বিতরণ করা হয়।
আজ ১২ই মার্চ শনিবার নকলা উপজেলার টালকি ইউনিয়নের নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় হল রুমে শেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ ও সনদ বিতরণের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খান (মুকুল)।
সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মহাপরিদর্শক মো:নাসির উদ্দিন আহমেদ।
আজকের এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন,নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ,নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ,নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার প্রমুখ।
শেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে নকলা উপজেলায় বেকার যুবকদের মৎস চাষ ও গরু মোটাতাজাকরন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের তরুণ সমাজ আজ স্বাবলম্বী হয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, অদূর ভবিষ্যতে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিতে আর শহরে যাওয়ার প্রয়োজন হবে না, ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ অব্যহত থাকবে । সেই সাথে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণের সনদ নিয়ে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ পেতে কোন প্রকার সমস্যা হলে আমার দপ্তরে ও আমাকে সরাসরি জানাবেন।
আলোচনা সভার শুরুতে অত্র বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের করতালির সাথে ফুলের সংবর্ধনা প্রদান করে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের এই যুব উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন করা হয়।
0 coment rios: