Friday, April 1, 2022

নকলায় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত


রাইসুল ইসলাম রিফাতঃ 

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে "মাদক ছেড়ে খেলতে চল খেলায় আছে অনেক বল" এ স্লোগান কে সামনে রেখে ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠকে ভেন্যু করে উদ্বোধন হয় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর।


জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্ট এ ১২ টি দল এর অংশগ্রহণ শেষে মোট ১৮ টি ম্যাচ শেষে আজ পহেলা এপ্রিল  শুক্রবার ১৯ তম ম্যাচে ইলিভেন স্টার বনাম সেন্তোষ আইটি টিমের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 



 এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন বোরহান,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার,  নকলা পৌরসভার ৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর তোতা মিয়া প্রমুখ। 


উল্লেখ্য আজকের এই ফাইনাল খেলায় সেন্তোষ আইটি টিম এর দেওয়া ১১৮ রান কে টার্গেট রেখে মাঠে লড়েছেন ইলিভেন স্টার। কিন্তু ৮০ রান পাড় হতেই সব উইকেট কেড়ে নেয় সেন্তোষ আইটি টিম।


সেন্তোষ আইটি টিম এর অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছে মাঠে উপস্থিত সকল দর্শকের।



আজকের এই ফাইনাল খেলায় তৌহিদুল আলম রাসেলের সঞ্চালনায় খেলা পরিচালনা করেন এফ এম জামান ফারুক ও আহাসানুল হক পাপ্পু। 


খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে পুরস্কৃত হন সেন্তোষ আইটি টিম এর সজিব হাসান। উল্লেখ্য,  এই টুর্নামেন্ট এর ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় ইলিভেন স্টার এর মোহন মিয়া। এছাড়াও আজকের ফাইনাল খেলায় দুই দলের সকল খেলোয়াড়দের মাঝে মেডেল প্রদান সহ চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিম এর অধিনায়কদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় ৩২" এলইডি টেলিভিশন এবং ২৪" এলইডি টেলিভিশন। 


আজকের এই ফাইনাল খেলায় দর্শকদের উপস্থিত মুগ্ধ করেছে আয়োজকদের। আয়োজক মোস্তাফিজুর রহমান মিলন, শাহাদাত সজল, মোঃহাসান,  শাহারিয়া পারভেজ হিমেল ও মমিনুল ইসলাম এর অক্লান্ত পরিশ্রমে সফলভাবে সমাপ্ত হয় এই খেলার।



আজকের  ফাইনাল খেলার সমাপ্তির পর নকলা আন্তঃক্রিকেট দল সমন্বয় কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলন বলেন, দীর্ঘ দিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মাঠের প্রতি আকৃষ্ট হারিয়ে ফেলে, জড়িয়ে যায় অনলাইন গেইমস এ। সে থেকে উত্তরণের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হাতে নিয়েছিলাম যেনো তরুন শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করে সক্রিয় থাকে। এতে তারা মাদক থেকে দূরে থাকবে বলে শতভাগ আশা করছি।


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: