Tuesday, April 9, 2024

রাজনগর উন্নয়ন ফোরামের ইদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন

 নালিতাবাড়ী প্রতিনিধি: 



অসহায় ও দুস্থদের মুখে  হাসি ফোটাতে রাজনগর তেলের মিলে "রাজনগর উন্নয়ন ফোরাম" কর্তৃক ইদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।



উক্ত অনুষ্ঠানে রাজনগরের বিভিন্ন পাড়ার  শতাধিক মানুষকে উপহার সামগ্রী প্রদান করা হয়। এবং বিভিন্ন পাড়ার বাড়ী বাড়ী গিয়ে সংগঠনের সদস্যরা উপহার সামগ্রী পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি   আমিনুর রসূল সহ সভাপতি ফয়সাল আহমেদ রিপন সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন কোষাধ্যক্ষ হৃদয় হাসান প্রচার ও ক্রিড়া সম্পাদক বাবুল ইসলাম দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মিঠু উক্ত সংগঠনের সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।



এসময় সংগঠনের সভাপতি মানবিক সমাজ গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা এবং দোয়া চেয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: