Thursday, May 30, 2024

নকলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা'র যোগদান

স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার নকলা উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে সৈয়দা তামান্না হোরায়রা যোগদান করেছেন। মঙ্গলবার সকালে শেরপুর জেলা প্রশাসকের দপ্তরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে তিনি যোগদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি প্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ-এর স্থলাভিষিক্ত হলেন।

 সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের ওয়েব সাইডে প্রকাশিত এক প্রজ্ঞাপন (অফিস আদেশ) মতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (২৯ মে) দুপুরের দিকে নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সাথে সৌজন্য সাক্ষাত কালে জানান, তিনি বান্দারবন জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ৩৮তম বিসিএস-এ ক্যাডারভূক্ত হন। বিসিএস ক্যাডার হিসেবে ২০২১ সালের ফেব্রয়ারী মাসের ২২ তারিখ থেকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে তাঁর প্রথম কর্ম জীবন শুরু হয়।

 এরপর চলতি বছরের ৩ মার্চ ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার পদে কর্মরত থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মস্থলের দ্বিতীয় বারের বদলী আদেশ অনুযায়ী মঙ্গলবার (২১ মে) সকালে শেরপুরের নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে জেলা প্রশাসকের দপ্তরে যোগদান করেন। আগামী সোমবার (৩ জুন) সকালে নতুন কর্মস্থল নকলায় কাজে যোগদান করবেন বলে জানান তিনি।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: