স্টাফ রিপোর্টার:
মানবতা বনবাসে পাঠিয়ে, পরাশক্তির ইসরাইল আজ “যুদ্ধ” নামের রক্তের হোলিখেলায় মত্ত! নিরীহ ফিলিস্তিনি জনগণের সর্বশেষ প্রাণটাও নিঃশেষ না-করা পর্যন্ত যেন তাদের নিস্তার নেই! অথচ বলা-কওয়ার কেউ নেই? আহা মানবতা, কোথায় তোমার বাস!
মাতাপিতা হারা, অসুস্থ ও প্রায়শই বিকলাঙ্গ শিশুর আহাজারিতে ফিলিস্তিনের আকাশ-বাতাস যখন ভারী হয়ে আছে, ঠিক তখনই মুসলিম বিশ্বের এক মধ্যবিত্ত শ্রেণির দেশ হয়েও বাংলাদেশ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়িয়েছে। ইতোমধ্যে সরকার কয়েক দফায় খাবার, চিকিৎসা সরঞ্জাম ও ঔষধ পাঠিয়েছে।
তারই ধারাবাহিকতায় এবার মানবতার দূত হয়ে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়েছেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কৃতি সন্তান, নকলা-নালিতাবাড়ীর জনগণের নিঃস্বার্থ সেবক হয়ে উঠা আওয়ামী রাজনীতির ভবিষ্যৎ কর্ণধার, সাবেক সিনিয়র সচিব, এসডিএফ-এর চেয়ারম্যান জনাব মো. আবদুস সামাদ ফারুক।
তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে জানান–
“প্যালেস্টাইনের গাজায় ইসরাইলী বাহিনীর গণহত্যা চলছে। মুসলিম উম্মার তেমন সাড়া নেই। বিশ্ববিবেক অকার্যকর।
বাংলাদেশের প্যালেস্টাইনের পক্ষে অবস্থান।
ব্যক্তিগতভাবে, সহকর্মী এবং শুভাকাংখীদের অনুদান হিসেবে প্রাপ্ত দশ লক্ষ টাকার চেক আজ প্যালেস্টাইনের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইউসেফ এস ওয়াই রামাদান কে হস্তান্তর করলাম।”
0 coment rios: