Sunday, August 25, 2024

নকলায় নুরুল ইসলাম দরবেশের ১৭তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
শেরপুরের নকলায় সরকারি হাজী জালমামুদ কলেজের দাতা ও প্রতিষ্ঠাতা দেওয়ান নুরুল ইসলাম দরবেশের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। 
২৫ আগষ্ট রবিবার দুপুরে কলেজ মিলনায়তনে এসবের আয়োজন করে সরকারি হাজী জালমামুদ কলেজ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বার্সেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেওয়ান নুরুল ইসলাম দরবেশের চতুর্থ সন্তান দেওয়ান সাখাওয়াত হোসেন শাহীন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেওয়ান নুরুল ইসলাম দরবেশের কনিষ্ঠ পুত্র নকলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র দেওয়ান আল শামীম। 
মূখ্য আলোচক ছিলেন সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ গোলাম মাসুম।
আরও বক্তব্য দেন বিএনপি নেতা মামুন হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মুহতাসিম বিল্লাহ শিশির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি হাজী জালমামুদ কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান উত্তম কুমার এস।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: