স্টাফ রিপোর্টার:
দেশ রূপান্তর পত্রিকায় কর্মরত নির্যাতিত সাংবাদিক শফিউজ্জামান রানা পেলো সার্ক কাউন্সিলের সন্মাননা এওয়ার্ড।
বিশ্ব কণ্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে গুণীজন সংবর্ধনার আয়োজন করে সার্ক কাউন্সিল। এরই ধারাবাহিকতায় ১৯ অক্টোবর, শনিবার বিকাল ৪ টায় বিশ্ব কণ্যাশিশু দিবস উদযাপন-২০২৪ উপলক্ষে এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন ও সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর, কবি সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন এর আইইউবিএটি ও উপদেষ্টা প্রফেসর ড. এম. এ. সাত্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সাবেক বিচারক, বিশিষ্ট সাংবিধানিক আইনবিদ ও রাষ্ট্রচিন্তক বিচারপতি ফয়সাল মাহমুদ ফরাজি এবং প্রধান আলোচক হিসেবে বিশিষ্ট মিডিয়া সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, কেন্দ্রীয় নির্বাহী কমিটি জাসাস এর সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী।
জানা যায়, উক্ত অনুষ্ঠানে সুধীজন, শিশুকন্যা সহ সারাদেশে পঞ্চাশ জন নির্যাতিত সাংবাদিক কে এ সন্মাননা তুলে দেন প্রধান অতিথি।
0 coment rios: