জাহাঙ্গীর হোসেন : শেরপুরের নকলায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে।
২৭ অক্টোবর রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ মুক্তমঞ্চে এ বাজারের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অফিসের তত্ত্বাবধানে বাজারটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
এসময় সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে ইউএনও দীপ জন মিত্র উপস্থিত সাংবাদিকদের জানান এ বাজারটি মূলত কৃষকের। কৃষক তাঁর উৎপাদিত পণ্য সরাসরি এখানে নিয়ে আসবেন। এখানে কোন মধ্যস্বত্বভোগী থাকবেনা। এজন্য কৃষক সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করে বেশি লাভবান হবেন। ঠিক তেমনি ভোক্তারাও কম দামে কৃষকের কাছ থেকে পণ্য ত্রয় করতে পারবেন।
0 coment rios: