Sunday, October 27, 2024

নকলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আরিফুর রহমান :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নকলা নালিতাবাড়ীর উদীয়মান তরুণ নেতা, আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জনাব উমর ফারুক এর পক্ষ থেকে নকলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

  নকলা উপজেলা যুবদল ও পৌরঃ যুবদলের আয়োজনে এবং শেরপুর জেলা যুবদলের নির্দেশনায় নকলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সামনে আলোচনা সভা ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শফিকুল ইসলাম মাসুদ, সভাপতি জেলা যুবদল, 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান আতা সাঃ সম্পাদক, বিশেষ, অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শওকত হোসেন, সাবেক সভাপতি জেলা ছাএদল,
অনান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কামরুল আলম খান লিটন বি এস সি, আহবায়ক পৌরঃ বি এন পি নকলা। জাহিদ হোসেন বাদশা সাবেক সাধারণ সম্পাদক নকলা উপজেলা বি এন পি। 
মোঃ আনোয়ার হোসেন সদস্য সচিব, পৌঃ বি এন পি নকলা। 
সর্বসম্মতিক্রমে সভার সভাপ্রতিত্ব করেন শফিউল আলম পলাশ আহবায়ক নকলা উপজেলা যুবদল, 
বিশেষ বক্তা মুরাদুজ্জামান মাসুম, যুগ্ম আহবায়ক, 
হুমায়ুন কবীর, যুগ্ম আহবায়ক ও জয়নাল আবেদিন, 
মশিউর রহমান লুটাস পৌঃ যুবদলের আহবায়ক 
কামরুল হাসান, মীর হাসান, জাহিদ ফরাজি ও জিয়াউল হক রাহাত ও আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: