নকলা প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার পাইস্কা মোড়ে সি এন জি পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত গুরুতর আহত অপর ৩ জন কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দূর্ঘটনায় নিহত তোফাজ্জল হোসেনের মেয়ে তয়েবা (১০), নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের বাসিন্দা।
নিহত সুবিনা বেগম (২০) স্বামী রাজু মিয়া, পিতা সুলতান মিয়া, ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রাম।
তাজেম মিয়া (১৫) পিতা সুলতান মিয়া শেরপুরের সদর উপজেলার পলাশিয়া গ্রামের বাসিন্দা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সি এন জি ড্রাইভার আলাল উদ্দিন (৪০) পথিমধ্যে মৃত্যু বরন করেন। বিষয়টি নিশ্চিত করেন দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার ফুলপুর প্রতিনিধি বিল্লাল হোসেন ।
শেরপুেরর শ্রীর্বদী উপজেলায় পল্লী বিদুৎ সমিতির লাইনম্যানের চাকরি করতেন নিহতের পিতা জানান চাকরির সুবাদে শেরপুরের শ্রীবর্দী উপজেলা থেকে আজ নেত্রকোনা জেলা পূর্বধলা বাড়িতে সকালে রওনার পথে দূর্ঘটনার শিকার হয়।
নিহত তাইবা খাতুন (১০) নেত্রকোনা সদরে স্থানীয় মাদ্রাসা তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
নিহত তাইবার চাচা শাখাওয়াত হোসেন,
একই পরিবারের ২ জন নিহত ও বাকী ৩ জন কে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক হাসান মাহমুদ দূর্ঘটনার আহত ও নিহতের সত্যতা নিশ্চিত করেন।
আদনান হাবিব (৩), তোবা খাতুন (১৬), অজ্ঞাত আরো ২ জন কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান আজ দুপুর পাইস্কা মোড়ে দূর্ঘটনার শিকার সি এন জি পিক-আপের মুখোমুখি সংঘর্ষ নিহতদের থানায় আনা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
0 coment rios: