আইনুল নাঈম:
জেলা পর্যায়ে বাংলা, ইংরেজি বিষয়ে পঠন ও গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা ৫ম শ্রেণির ইংরেজি বিষয়ে অংশ গ্রহণ করে পুরুস্কার পেলেন নকলার কৃতি সন্তান শাহ শামসুদ্দিন আন-নূর।
শেরপুর জেলা বৃত্তিক বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ের মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা-২০২৩ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৬ নভেম্বর) ২০২৪ দুপুরে শেরপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে, শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জানাব মোঃ ওবায়দুল্লাহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শেরপুর।
শেরপুরে " মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে" পুরুস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহ (ন্যাপ) এর মহাপরিচালক ফরিদ আহমদ । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ রাজীব উল-আহসান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেরপুর।
আলোচনা শেষে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের বানী পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুর রহমান এর সুযোগ্য সন্তান ও নকলা উপজেলার " নকলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়" হতে ৫ম শ্রেণির ইংরেজী বিষয়ে অংশগ্রহণ করা শাহ শামসুদ্দিন আন-নূর।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসারগন এবং ৫ টি উপজেলা থেকে আগত বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অবিভাবক বৃন্দ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধি শিক্ষা অনুরাগী সহ আরও অনেকেই।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া শেরপুর জেলার শিক্ষার মান উন্নয়নে নানাবিধ পরিকল্পনা কথা উল্লেখ করেন, এরকম প্রতিযোগিতার আয়োজনে জন্য শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন ছাত্র শিক্ষকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের মাইলফলক।
এই প্রতিযোগিতায় শেরপুর জেলার ৫টি উপজেলার মধ্যে নকলা উপজেলায় সবচেয়ে বেশি প্রতিযোগী পুরস্কার পেয়ে শীর্ষে রয়েছে।
0 coment rios: