উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান,ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আলম, সরকারী হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান দেওয়ান গোলাম মাসুম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার (চান মিয়া), বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার আমীর গোলাম সারোয়ার ও পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় সরকারি নির্দেশনা মোতাবেক সীমিত পরিসরে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের সীদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপজেলা বিএনপি, জামাত ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
0 coment rios: