Monday, December 9, 2024

নকলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষে
শেরপুরের নকলায় র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা' এ প্রতিপাদ্যকে ধারন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩০ মিনিট ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপ জন মিত্র-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান ও উপজেলা আইসিটি অফিসার সাইমুন শাহনাজ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা। ২০০৩ সালে জাতিসংঘের উদ্যোগে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কার্যকর কর্মপন্থা নির্ণয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সনদ গৃহীত হয়। আর্থ সামাজিক প্রেক্ষাপটে বৈশ্বিক স্বীকৃত সূচকে দক্ষিণ এশিয়ায় সমপর্যায়ে অনেক দেশের তুলনায় বাংলাদেশের সাফল্য নিয়ে গর্ব করার মতো। দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন কারনে বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার শর্ত পূরণ করতে স্বক্ষম হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের স্বীকৃতি পাবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক; সততা সংঘের সদস্যবৃন্দ, নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: