Wednesday, February 26, 2025

নকলায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নের বালিগঞ্জ বাজারের স্থানীয় চম্পা বেগমের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সভাপতিত্বে এবং তথ্য সেবা কর্মকর্তা নুসরাত জাহান খানমের সহযোগিতায় অনুষ্ঠিত এ বৈঠকে ৫০ জন সুবিধাভোগী নারী অংশ নেন।


বৈঠকে নারীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, নরমাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশন সুবিধা, জন্মনিবন্ধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ রাব্বী।

এছাড়া, বিনামূল্যে মৎস্য প্রশিক্ষণ, হাঁস-মুরগি পালন ও চিকিৎসা কোর্স, ড্রাইভিং প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, ফ্রিজ ও এয়ার কন্ডিশন মেরামত প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান।

তথ্যসেবা কর্মকর্তা নুসরাত জাহান খানম এবং তথ্যসেবা সহকারী কল্পনা খানম বিভিন্ন দপ্তরের বিনামূল্যে প্রদত্ত সেবাসমূহ সম্পর্কে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরিমাপ, রক্তচাপ মাপা, চাকরির আবেদন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি আবেদনসহ নানা সেবা।

তারা জানান, সরকারের এসব সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রতিমাসে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে নিয়মিত উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে।

প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে অংশগ্রহণকারী প্রত্যেক নারীকে ২০০ টাকা সম্মানী প্রদান করা হয়। পাশাপাশি, তথ্যসেবা কর্মকর্তার পক্ষ থেকে নাস্তার আয়োজন করা হয়।


এই উঠান বৈঠকের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন ও সরকারি সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে। এতে অংশগ্রহণকারী নারীরা বিভিন্ন প্রশিক্ষণ ও সরকারি সুযোগ-সুবিধার তথ্য জানতে পারছেন, যা তাদের আত্মকর্মসংস্থানে সহায়ক হবে।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: