Sunday, July 27, 2025

নকলায় সবুজ স্বপ্নে বেঁচে থাকা এক মানুষ – মোঃ মাহমুদ আলবেরুণি ইবনে আবি সিনা

রাইসুল ইসলাম রিফাত :

নকলা উপজেলার কুর্শা বাদাগৈড় ওয়ার্ডের হাসপাতাল মোড়ে গেলে যার চোখে পড়বে, তিনি এক আলাদা মানুষ। মোঃ মাহমুদ আলবেরুণি ইবনে আবি সিনা – নামের মধ্যেই যেন লুকিয়ে আছে জ্ঞান, সাহস আর মহৎ মনের ছাপ। তাকে দেখলেই বোঝা যায়, প্রযুক্তির ঝড়ে ভেসে যাওয়া এই যুগেও সবুজের প্রতি ভালোবাসা হারায়নি আমাদের চারপাশ থেকে।

প্রতিদিন সকালে যখন অনেকেই ঘুমের ঘোরে, তখনই তাকে দেখা যায় গাছের চারপাশে পানি দিচ্ছেন, শুকনো ডাল ছাঁটছেন কিংবা নতুন চারা রোপণের জন্য মাটি খুঁড়ছেন। নিজের পকেটের টাকা খরচ করে তিনি যে কত গাছ লাগিয়েছেন, তার কোনো হিসাব নেই। রাস্তার ধারে, স্কুলের আঙিনায়, এমনকি প্রতিবেশীদের উঠোনেও তিনি ছোট ছোট চারা দিয়ে গেছেন – যেন প্রতিটি চারা আগামী দিনের ছায়া হয়ে ওঠে।

সম্প্রীতি, নকলায় অস্ট্রেলিয়ান প্রবাসী আবু শরীফ কামরুজ্জামান এর উদ্যোগ নেওয়া কৃষ্ণচূড়া মিশন
 এও দেখা মিলেছে তার।যিনি পরিশ্রম ও সময় দিয়ে সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত এক প্রশংসনীয় ব্যক্তি।কৃষ্ণচূড়া মিশনেও রাস্তার ধারে ধারে মহল্লায় মহল্লায় গাছ এর চারা রোপণ ও রক্ষণাবেক্ষণে তাকে সর্বদা দেখা মিলে।

  
মাহমুদ আলবেরুণি ইবনে আবি সিনার ভদ্রতা ও বিনয়ও ঠিক তেমনই প্রশংসনীয়।  তিনি বিশ্বাস করেন—
“একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, দেয় আগামী প্রজন্মের জন্য জীবন।”

বর্তমান মোবাইল আর সামাজিক মাধ্যমের আসক্তির যুগে যেখানে তরুণরা গ্যাজেটের আলোয় বন্দি, সেখানে তিনি দিন কাটান সূর্যের আলো আর সবুজ পাতার সান্নিধ্যে। পথের ধারে ছোট ছোট চারা যখন বড় হতে থাকে, তখন তার চোখে আনন্দের আলো দেখা যায়। তিনি বলেন,
“আমরা যদি আজকে একটি গাছ না লাগাই, আগামীকাল আমাদের সন্তানদের জন্য কোনো ছায়া থাকবে না।”

তাকে দেখে এলাকার মানুষ অনুপ্রাণিত হয়। ছোটরা তার সাথে গাছ লাগাতে আসে, বড়রা পরামর্শ নিতে আসে। তিনি কাউকে নিরাশ করেন না; বরং বলেন—
“তোমরা যদি প্রতিজন একটি করে গাছও বাঁচাতে পার, তাহলেই আমাদের পৃথিবী বেঁচে যাবে।”

তার এই একাগ্রতা শুধু গাছ লাগানো নয়, গাছের যত্নেও সমান মনোযোগী। তিনি নিয়ম করে সার দেন, চারার গোড়ায় আগাছা পরিষ্কার করেন, শুকনো ডালপালা সরিয়ে দেন। যখনই কোনো গাছ ভেঙে যায় বা শুকিয়ে যায়, তার চোখে কষ্টের ছাপ দেখা যায়।
আজকের আবহাওয়ার অস্থির সময়ে, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বাস্তবতায়, আমাদের সমাজে সত্যিই দরকার এরকম মননশীল ও সাহসী মানুষ। মোঃ মাহমুদ আলবেরুণি ইবনে আবি সিনা আমাদের শেখান—পরিবেশের প্রতি ভালোবাসা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়বদ্ধতা।

তার হাতে রোপিত হাজারো চারা একদিন বিশাল বৃক্ষে পরিণত হবে, দেবে ছায়া, দেবে নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন। আর তখন সবাই মনে করবে “এই গাছগুলোর পেছনে থাকা মানুষদের মাঝে প্রশংসনীয় ছিলো একজন নিরলস স্বপ্নবাজ মানুষ… মোঃ মাহমুদ আলবেরুণি ইবনে আবি সিনা।”

আসুন, আমরা সবাই তার মত হই, একটি করে গাছ লাগাই।
 সবুজে ভরে উঠুক আমাদের নকলা, আমাদের বাংলাদেশ।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: