শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা (দক্ষিণ) গ্রামে মৃগী নদীর তীর থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তিনজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু ও মাটি উত্তোলন রোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 coment rios: