Saturday, August 30, 2025

নকলায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৩ জনকে জরিমানা



শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা (দক্ষিণ) গ্রামে মৃগী নদীর তীর থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তিনজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু ও মাটি উত্তোলন রোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: