Saturday, August 9, 2025

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নকলায় মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নকলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে নকলা হল চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, একজন সাংবাদিককে এভাবে নৃশংসভাবে হত্যার ঘটনা স্বাধীন দেশে মেনে নেওয়া যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শিক্ষকসমাজ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: