Monday, October 20, 2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে নকলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:



আজ সোমবার (২০ অক্টোবর ২০২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রনেতা মো. জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিম,  সহ-সম্পাদক সাইফুল ইসলাম সম্রাট, সদস্য শাহরিয়ার হাসান শুভ, ওমর ফারুক রাব্বী,  আরমান হোসেন পার্থ, মুন আহমেদ, সাইফুল ইসলাম সিমনসহ আরও অনেকে।

নেতৃবৃন্দ জুবায়েদ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ড রাজনৈতিকভাবে প্রণোদিত এবং পরিকল্পিত। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: