নকলা প্রতিনিধি:
বাংলাদেশ স্বৈরাচারমুক্ত নতুন প্রভাতে এগিয়ে চলছে। এই পরিবর্তনের সময়ে নকলা নালিতাবাড়ী আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
একসময় নকলা বিএনপি বিভেদে জর্জরিত থাকলেও এখন ভিন্ন চিত্র। সব মতভেদ ভুলে নেতাকর্মীরা একীভূত হয়েছে। ফাহিম চৌধুরীর নেতৃত্বে নকলা আজ ঐক্যের স্রোতে মুখরিত।
তবে এই আলোর মুহূর্তেও এলাকায় বিরাজ করছে গভীর দুঃখের ছায়া। নকলা বিএনপির অভিভাবক হিসেবে পরিচিত এবং স্বৈরাচারের সময়ে সবচেয়ে বেশি নির্যাতিত নেতাদের একজন জনপ্রিয় মেয়র মোখলেছুর রহমান এখনো ফ্যাসিস্ট সরকারের দেওয়া মিথ্যা মামলায় বন্দি।
তিনি একসময়ের তুখোড় ছাত্রনেতা। যুবদলের সাধারণ সম্পাদক, আহ্বায়ক, শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য এবং পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নকলার মানুষের হৃদয়ে তিনি এখনও সমানভাবে প্রিয়।
এমন সময়ে দেশ যখন স্বৈরাচারমুক্ত এবং নকলা যখন ঐক্যের আলোয় আলোকিত তখনো এই ত্যাগী নেতার মুক্তি না পাওয়ায় জনমনে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নকলার মানুষের প্রশ্ন এখন রাজনীতি নয়। এটি ন্যায় ও মানবতার প্রশ্ন। তাদের দাবি জনতার মেয়র মোখলেছুর রহমানকে দ্রুত নিঃশর্ত মুক্তি দিতে হবে।
এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা জানান তারা বিশ্বাস করেন ন্যায়ের পূর্ণ বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এই দাবি অব্যাহত থাকবে। নকলার জনমত স্পষ্ট তারা অবিচারের অবসান এবং প্রিয় নেতার মুক্তি চান।
0 coment rios: