Tuesday, December 2, 2025

২৬ বছরের বঞ্চনার প্রতিবাদে নকলায় কর্মবিরতিতে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর):

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে দীর্ঘ ২৬ বছরের বঞ্চনার প্রতিবাদে সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবারকল্যাণ সহকারী (এফডব্লিউএ)।
মঙ্গলবার সকাল থেকে উপজেলা কার্যালয়ের সামনে কর্মবিরতির ব্যানার হাতে অবস্থান নেন তারা। এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণাও দেন দাবী আদায়ের আন্দোলনকারীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সরকার মো. আবু রায়হান তরুন, মহিলা বিষয়ক সম্পাদিকা ছাহেরা খাতুন ও সদস্য লুৎফুন নাহার, উপজেলা শাখার সভাপতি সুজন মিয়া, পরিবার কল্যাণ পরিদর্শিকা রমা রানী সাহা, পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুজ্জামান ও পরিবারকল্যাণ সহকারী উম্মে কুলসুমসহ অনেকে।

বক্তারা জানান, পরিবারকল্যাণ কর্মীরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচীসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছেন; অথচ প্রায় ২৬ বছর ধরেই তাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও নিয়োগবিধি না থাকায় পদোন্নতি হচ্ছে না। তাই দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন করার দাবি জানান তারা।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: