রাইসুল ইসলাম রিফাত, নকলা প্রতিনিধি:
শেরপুরের নকলায় অবশেষে হুইলচেয়ার পেলেন গণপদ্দী গ্রামের অসহায় ফুলজান বেগম। সামাজিক যোগাযোগমাধ্যমে মানবিক আবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। এর পরই আবেদনের প্রেক্ষিতে নির্বাচিত করা হয় ফুলজান বেগমকে।অতপর উপজেলা নির্বাহী অফিসার ও সমাজসেবা অফিসারের উদ্যোগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তাকে হুইলচেয়ার প্রদান করা হয়।
ফুলজান বেগম মৃত চানু মিয়ার স্ত্রী । একসময় মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করলেও শারীরিক অসুস্থতার পর তিনি ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল হয়ে পড়েন। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করলে পরিস্থিতি আরও করুণ হয়ে ওঠে। চিকিৎসার অভাবে তিনি সম্পূর্ণ অচল হয়ে পড়েছিলেন। তার জন্য একটি হুইলচেয়ার অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল, যা তিনি নিজস্ব সামর্থ্যে জোগাড় করতে পারেননি।
গত ১২ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সমাজসেবক সারোয়ার জাহান নিঝুম সহ একাধিক স্বেচ্ছাসেবকের করা এক আবেদনে তার পরিস্থিতি তুলে ধরা হলে অনেকের দৃষ্টি আকর্ষণ হয়। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে আজ তাকে হুইলচেয়ার তুলে দেয়।
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি এর আওতায় দরিদ্র ও অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভাপতিত্ব করেন নকলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নকলা।
ফুলজান বেগমের হাতে হুইলচেয়ার তুলে দেওয়ার মুহূর্তে উপস্থিত বহু মানুষের চোখে ছিল আনন্দের ঝিলিক। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি পাওয়া সত্ত্বেও কেউ সহায়তায় এগিয়ে আসেননি। অবশেষে উপজেলা প্রশাসনের এই উদ্যোগে মানবিক এ সহায়তা পৌঁছেছে প্রকৃত উপকারভোগীর হাতে।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।
0 coment rios: