Tuesday, August 26, 2025

নালিতাবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অপকর্ম বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নালিতাবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অপকর্ম বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন


শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়ম, সিন্ডিকেট ও দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশ নেয়। 

মানববন্ধনে অন্যান্যের মাঝে স্বেচ্ছাসেবী রুহুল সিদ্দিকী রুমান, মানব কল্যাণ সংস্থা ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী, উপদেষ্টা মানিক মিয়া, নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাবের আবদুল্লাহ আল আমিন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, ভুক্তভোগী কয়েকজন রোগী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান সিন্ডিকেট, অনিয়ম ও অপকর্ম বন্ধের জোর দাবি জানান। অবিলম্বে সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করার জোর দাবিও জানানো হয়। সঠিক সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে ১৯টি দাবি তুলে ধরেন মানববন্ধনকারীরা। দাবি মেনে না নিলে সামনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন সংগঠনের সদস্য, ভুক্তভোগী রোগী, সাধারণ জনতা, স্বেচ্ছাসেবী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Saturday, August 23, 2025

নকলায় সফলভাবে তৃতীয় সিজারিয়ান অপারেশন সম্পন্ন

নকলায় সফলভাবে তৃতীয় সিজারিয়ান অপারেশন সম্পন্ন

রাইসুল ইসলাম রিফাত, নকলা প্রতিনিধি:


শনিবার (২৩ আগস্ট ২০২৫) নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে তৃতীয় সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে এ অপারেশন পরিচালনা করেন গাইনী বিশেষজ্ঞ ডা. উম্মে রাকিবা জাহান মিতু। অপারেশনে সহায়তা করেন এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. রিয়াজুল করিম, শিশু বিশেষজ্ঞ ডা. তানভির আহমেদ, মেডিকেল অফিসার ডা. মালিহা নুঝাত, ল্যাব ইনচার্জ মেডিকেল টেকনোলজিস্ট মো. আবু কাউছার বিদ্যুৎ, ওটি ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মিনা আক্তার, ওয়ার্ড ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স আলেয়া আক্তার, লেবার ইনচার্জ মিডওয়াইফ নুরুন নাহার মির্জা এবং ওটি-সংক্রান্ত নার্স ও কর্মচারীবৃন্দ।
অপারেশনের সার্বিক অগ্রগতি ও খোঁজখবর নেন শেরপুর জেলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহিন। মা ও নবজাতক দুজনই বর্তমানে সুস্থ আছেন।

Thursday, August 21, 2025

নকলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

নকলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা


স্টাফ রিপোর্টার :

শেরপুর জেলার নকলা পৌরসভার জালালপুর দক্ষিণপাড়া এলাকায় গতকাল রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই এলাকার বাসিন্দা সজল মিয়ার বসতবাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই নকলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য জরুরি সহায়তা হিসেবে শুকনো খাবার, কম্বল ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এমন দুর্যোগে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এর তাৎক্ষণিক উপস্থিতি ও মানবিক সহায়তার বিষয়ে  ভুক্তভোগীসহ এলাকাবাসীরা সন্তোষ প্রকাশ করছে। 

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নকলাবাসীর যেকোনো সমস্যা, দুর্যোগ, সামাজিক ব্যাধি, সংস্কার,  উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ সরকারের নির্দেশনা মোতাবেক যেকোনো প্রয়োজনে সহযোগিতার জন্য বদ্ধ পরিকর হিসেবে ভূমিকা রাখার জন্য সর্বদা প্রস্তুত নকলা উপজেলা প্রশাসন।