Thursday, August 21, 2025

নকলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা


স্টাফ রিপোর্টার :

শেরপুর জেলার নকলা পৌরসভার জালালপুর দক্ষিণপাড়া এলাকায় গতকাল রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই এলাকার বাসিন্দা সজল মিয়ার বসতবাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই নকলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য জরুরি সহায়তা হিসেবে শুকনো খাবার, কম্বল ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এমন দুর্যোগে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এর তাৎক্ষণিক উপস্থিতি ও মানবিক সহায়তার বিষয়ে  ভুক্তভোগীসহ এলাকাবাসীরা সন্তোষ প্রকাশ করছে। 

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নকলাবাসীর যেকোনো সমস্যা, দুর্যোগ, সামাজিক ব্যাধি, সংস্কার,  উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ সরকারের নির্দেশনা মোতাবেক যেকোনো প্রয়োজনে সহযোগিতার জন্য বদ্ধ পরিকর হিসেবে ভূমিকা রাখার জন্য সর্বদা প্রস্তুত নকলা উপজেলা প্রশাসন।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: