হেলাল উদ্দিন বাবু
নকলা (শেরপুর):
শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষ রোপণ, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শহরের হলমোড়ে শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনটির সভাপতি মোবারক হোসেন মিন্টুর সভাপতিত্বে, সদস্য সচিব জাকির হোসেন জুয়েলের সঞ্চালনায় কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহমহিলা বিষয়ক সম্পাদক পারভেছুন্নার নিপুন, জেলার সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, নকলা উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, পৌর সদস্য সচিব কাজী মহিদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেচ্ছাসেবক দলের হাজারো কর্মী সমর্থকরা অংশনেয়।
0 coment rios: