Monday, August 18, 2025

নকলায় ৫০ শয্যার হাসপাতালে জনবল সংকটেও বেড়েছে সেবাগ্রহীতার সংখ্যা




স্টাফ রিপোর্টার:
শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিদিনই রোগীতে উপচে পড়ছে। গতকাল রবিবার (১৭ আগস্ট ২০২৫) একদিনেই হাসপাতালের বহির্বিভাগে সেবা নিয়েছেন ১,০১৫ জন রোগী। এছাড়া জরুরি বিভাগে ৮৮ জন, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ জন রোগী। অথচ এখানে শয্যা রয়েছে মাত্র ৫০টি।
এছাড়া একই দিনে প্যাথলজি বিভাগে ৫৮ জন রোগীর ২০৬টি পরীক্ষা, ১৯ জনের এক্স-রে, ২১ জনের আল্ট্রাসনোগ্রাম এবং ৮ জন রোগীর ইসিজি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২৪ ঘণ্টায় মোট ৩টি স্বাভাবিক প্রসব (ডেলিভারি) সম্পন্ন হয়। বহির্বিভাগ থেকে সরকারি সরবরাহকৃত ১৯ হাজার ৫৫০ পিস ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সীমিত জনবল ও সরঞ্জাম দিয়েই তারা প্রতিদিন বিপুল সংখ্যক রোগীকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এভাবে নিয়মিতভাবে প্রতিদিন এত সংখ্যক রোগীকে সেবা দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ছে। 
বিশেষ করে ওয়ার্ড বয়, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদগুলো আউটসোর্সিং ভিত্তিক হওয়ায় জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, অল্প সংখ্যক চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মী দিয়ে প্রতিদিন এত রোগীর সেবা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এ কারণে দ্রুত সময়ের মধ্যে জনবল বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো জরুরি হয়ে পড়েছে।


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: