১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার নকলা উপজেলায় নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন ৩৮তম বিসিএসের প্রশাসন (এডমিন) ক্যাডারের কর্মকর্তা মিজ সাদিয়া আফরিন এ্যানি। একই দিনে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এবং নবাগত কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এর আগে শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান নবাগত সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং জনগণের কল্যাণে কার্যকর সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ স্বাক্ষরিত এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে স্মারক নম্বর: ০৫.৪৫.০০০০.০০৬.১৯.০০১.২৪.২৮৬ অনুযায়ী ১২ আগস্ট ২০২৫ তারিখে জারি করা বদলি/পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপনের ভিত্তিতে সাদিয়া আফরিন এ্যানি নকলায় যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী কমিশনার এইচ.এম. ইবনে মিজান।
এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর, উপজেলা ভূমি অফিস ফেঞ্চুগঞ্জ (সিলেট)সহ বিভিন্ন সরকারি দপ্তরে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। নবাগত এ কর্মকর্তা নকলার উন্নয়ন ও জনসেবায় আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
0 coment rios: