Tuesday, August 12, 2025

নকলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা, যুব ঝণ ও সনদপত্র বিতরণ

 
আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর):

শেরপুরের নকলায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।

সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর আহসান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার, উপজেলা নির্বাচন অফিসার আশিকুর রহমান সরকার প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন এলাকার যুব উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: