নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার ২ নং নকলা ইউনিয়নের ডাকাতিয়া কান্দা গ্রামের একটি মাদ্রাসার ছাত্রদের মাঝে ফুটবল উপহার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল হাসান সাফিত।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি ফুটবলগুলো তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
ফুটবল বিতরণ শেষে রেজাউল হাসান সাফিত মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলায় অংশ নেন এবং আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, "খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও মনোবল বৃদ্ধি করে। মাদ্রাসার ছাত্ররা শুধু পড়াশোনায় নয়, নৈতিকতা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।"
অনুষ্ঠান শেষে তিনি মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সার্বিক অগ্রগতি ও কল্যাণ কামনা করেন।
0 coment rios: