করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন শেরপুরের নকলা পৌরসভার সাবেক মেয়র ও চন্দ্রকোনা কলেজের সাবেক সহকারী অধ্যাপক আলহাজ্ব মিজানুর রহমান মিজান (৬৫)।
গত মাসের শেষের দিকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নকলা হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ সেপ্টম্বর) সকালে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানাগেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি নকলা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র, সাবেক কুর্শবাদাগৌড় ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান,সাবেক অধ্যাপক, চন্দ্রকোণা ডিগ্রি কলেজ এবং জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তার মৃত্যুতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

0 coment rios: