Friday, September 10, 2021

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকান্ড!

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।



বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের তৃতীয় তলায় পুরুষ ও মহিলা ওয়ার্ডের পাশে ছাদের সিঁড়ির কক্ষে রাখা বিছানার পুরাতন ফোম, পরিত্যক্ত কাগজপত্রাধি, নষ্ট আসবাবপত্র, কাগজের কার্টুনের মধ্যে আগুন লাগে। আগুনের ভয়ে পুরুষ ও মহিলা ওয়ার্ডের রুগিদের মাঝে আতঙ্ক বিরাজ করায় রুগী ও তাদের স্বজনরা ভয়ে দৌঁড়ে নিচে নেমে আসে।


বহিরাগত কেউ বা রোগি অথবা রোগির স্বজনরা গোপনে ধুমপান করে আগুনসহ সিগারেট-বিড়ির অবশিষ্ট অংশ পুরাতন ফোম, পরিত্যক্ত কাগজপত্রাধি, নষ্ট আসবাবপত্র, কাগজের কার্টুনের মধ্যে ফেলে চলে যায় এবং এ থেকেই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন।

এদিকে আগুন লাগার সাথে সাথে নকলা থানায় ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় হলে খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 



ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর দেলোয়ার হোসেন জানান, নকলা হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের টিম নিয়ে দ্রুততার সহিত আমরা ঘটনাস্থলে আসি কিন্তু ততক্ষণে পুলিশ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নকলা উপজেলায় স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: