স্টাফ রিপোর্টার:
শেরপুরের নকলায় ২টি নকল/ভেজাল কারখানায় পৃথক দুটি অভিযানে ১লক্ষ ৩৫হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার কুর্শা নয়াবাড়ি এলাকায় বৈশাখী সয়াবিন ওয়েল মিলের প্রোঃ আঃ রশিদ সুইটকে ড্রামের পাম তেল বোতলজাত করে বৈশাখী সয়াবিন তেলের স্টিকার লাগিয়ে বিক্রির দায়ে ৪৫হাজার টাকা জরিমানা এবং উপজেলার বারোমাইসা লয়খা এলাকার রুবি ফুড প্রোডাক্টস এর প্রোঃ মুস্তাফিজুর রহমান মুস্তাকে কে জুস ও কেমিক্যাল মিশ্রিত শিশু খাদ্য তৈরির অভিযোগে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগীতা করেন র্যাব ১৪ জামালপুর।
র্যাব ১৪ জামালপুরের কোম্পানী কমান্ডার স্কোয়ার্ডন লিডার আশিকুজ্জামানের নেতৃত্বে স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মিনাল কান্তি সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যন সারোয়ার আলম তালুকদার এবং সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।



0 coment rios: