Saturday, December 11, 2021

নকলায় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন



স্টাফ রিপোর্টার:

শেরপুরের নকলায় চারদিন ব্যাপি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।



এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, সাংবাদিক শাহজাদা স্বপন, শফিউল আলম লাভলু ও রাইসুল ইসলাম রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।



১১ ডিসেম্বর থেকে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী ২১৬টি ইপিআই সেন্টার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী কেন্দ্রে সপ্তাহে ৪দিন এ কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১মাস বয়সী দুই হাজার ৯৮০ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯মাস বয়সী চব্বিশ হাজার ৫০০ শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: