Saturday, December 18, 2021

নকলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

 


আব্দুল্লাহ আল-আমিন,

বিশেষ প্রতিনিধিঃ-

‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ স্লোগানকে সামনে রেখে যথাযথ মর্যাদায় শেরপুরের নকলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর সাজু মিঞার সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, কায়দা বালিকা দাখিল মাদরাসার সুপার অলিউল্যাহ,মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক রেজাউল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেনসহ স্হানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: