আব্দুল্লাহ আল-আমিন,বিশেষ প্রতিনিধিঃ-
বাংলাদেশের স্বাধীনতার ও বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে শেরপুরের নকলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ৪টার পর বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তার সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন বক্তব্য রাখেন।
বিজয় শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিজয় শুভা যাত্রায় নেতা-কর্মীদের জনস্রোতের কারণে নকলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে কিছু সময়ের জন্য গাড়ি চলাচল থেমে গিয়েছিল।
The Casinos at Harrah's Cherokee Casino - Mapyro
ReplyDeleteA map 거제 출장마사지 showing casinos 청주 출장마사지 and other gaming facilities 영천 출장샵 located near Harrah's 여수 출장마사지 Cherokee Casino, located in Cherokee at 777 Casino Drive, in North 전주 출장마사지 Carolina,