Wednesday, January 5, 2022

নকলায় শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্বোধন,আনন্দিত অভিভাবকগণ

 


আব্দুল্লাহ আল-আমিনঃ-


শেরপুরের নকলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা ভাইরাস কোভিড-১৯ (ফাইজার) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পৌর শহরের সরকারি হাজী জালমামুদ কলেজে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান কর্তৃক উক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাব আলী,মেডিক্যাল টেকনোজিষ্ট (ল্যাব) আবু কাউছার বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন ।

টিকা দিতে আসা চৌধুরী ছবরুন নেছা মহিলা (ডিগ্রি) কলেজের শিক্ষার্থী আলিফ বলে- “প্রথমে অনেক ভয় পেয়েছিলাম। টিকা দেওয়ার পর ভয় কেটে গেছে। এখন কিছুটা ব্যথা করছে। কিন্তু টিকা দিতে পেরে আমি খুশি।”

নকলা শাহরিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার আরেক শিক্ষার্থী জানায় “এটা ভয়ের কিছু না। টিকা দিয়ে খুব ভালো লাগছে।”

কোনো ঝামেলা ছাড়াই সন্তানদের টিকা দেওয়াতে পেরে দারুণ আনন্দিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

উল্লেখ্য,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান,এ উপজেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী ২০ হাজারের অধিক শিক্ষার্থীদের পর্যায়ক্রমে কোভিড-১৯ (ফাইজার) ভ্যাকসিন প্রদান করা হবে।


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: