স্টাফ রিপোর্টার:-
‘গাছ লাগান পরিবেশ বাঁচান’- এই স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নকলা উপজেলা ছাত্রলীগের কতিপয় কর্মীগণ।
সোমবার (১০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলা ছাত্রলীগ কর্মী কামরান হাসান রাব্বীর নেতৃত্বে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় উপজেলা পরিষদ এরিয়ায় ওই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার আলমগীর হোসেন,যুবলীগের যুগ্ম আহবায়ক এফ এম কামরুল আলম রঞ্জু, ৮ নং চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, নকলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন,কার্যকরী সদস্য রাইসুল ইসলাম রিফাত,ছাত্র লীগ কর্মী ইসতিয়াক আহমেদ শালীন, লোকমান হোসাইন লিমন, হুমায়ুন আহমেদ সুমন, চঞ্জল সরকার,শেখ সোহাগ হোসেন,রুবায়েত হক রিফাত, আতিকুর রহমানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অন্যান্য ছাত্রলীগের কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগ নেতা কামরান হাসান রাব্বি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুন্দর একটি বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা জুড়ে শতাধিক বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন তিনি।
0 coment rios: